সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পবিত্র ঈদের দিনে আমরা যখন সবাই মিলে আনন্দঘন মুহূর্তটুকু নিজের পরিবার, আত্মীয়-স্বজনদেরকে নিয়ে কাঁটাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই মূল্যবান সময়ে যুব সমাজের আইকন গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলা যুবলীগ নেতা, মানবিক নেতা মো. শামীম রেজা। 

প্রিয় নেতার একমাত্র লক্ষ্য বাবার দীর্ঘদিনের স্বপ্নকে কাজে লাগিয়ে গরিব, ভবঘুরে, পথ শিশুদের মুখে ঈদের হাঁসি ফোটানো, সে লক্ষ্য অর্জনে তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি ছুঁটে চলেছেন আপন গতিতে পানপট্টি ইউনিয়নে।

পবিত্র ঈদ-উল-আজহার সকালে গরিব ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। পথশিশু ও ভবঘুরে অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন।

শামীম রেজা বলেন, আমার বাবা মরহুম মানিক মিয়া দীর্ঘদিন পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। গরীব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু ছিলেন। তারই ধারাবাহিকতায় বাবার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে পানপট্টি অসহায়, গরীব মানুষের পাশে আছি এবং সব সময় থাকব।

(এসডি/এসপি/আগস্ট ০৬, ২০২০)