আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে পেশাদার মাদকসেবী ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। 

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই মোক্তার হোসেন অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের বড়ইতলা নামক স্থানে জুয়ার আসরে অভিযান চালায়।

অভিযানে দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের মুক্তিযোদ্ধা আলমগীর বাহাদুরের ছেলে পেশাদার মাদকসেবী ঢাকার ছাত্রদল ক্যাডার রুহুল আমিন বাহাদুর (২৫), দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের সাহেদ বাহাদুরের ছেলে গোলাম রাসুল (২০), গনি বাহদুরের ছেলে বাচ্চু বাহাদুর (৩৪), মৃত মকবুল বাহদুরের ছেলে ছালেক বাহাদুর (৪৫), সিদ্দিক বাহাদুরের ছেলে সাখাওয়াত বাহাদুর (২৪), মজিদ বাহাদুরের ছেলে সজীব বাহাদুর (২৪)কে জুয়ার কোট ও জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আটককৃতদের স্বজনেরা চেষ্টা করেও ব্যর্থ হয়। জুয়াড়ি আটকের বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হওয়ায় দ্ধে বৃহস্পতিবার দুপুরে এসআই মোক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন,নং- ৪(৬.৮.২০)।

স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদকসেবী ও জুয়াখোর। এরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বংশীয় প্রভাবের কারণে এদের রিুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

(টিবি/এসপি/আগস্ট ০৬, ২০২০)