জামালপুর প্রতিনিধি : ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত নিষিদ্ধ অ্যামফিটামিনযুক্ত ব্যথানাশক টাপেন্টাডল হাইড্রোক্লোরাইড জাতীয় ট্যাবলেটসহ পিতাপুত্রকে গ্রেফতার করেছে র‍্যাব। জামালপুর সদর উপজেলার জোকারপাড়া গ্রামে শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় অভিযান চালিয়ে  ঊনচল্লিশ পিছ টাপেন্টা ১০০ মি.গ্রা. ট্যাবলেট ও একটি মোবাইলসহ তাদের গ্রেফতার করে র‍্যাব-১৪'র আভিযানিক দল।

গ্রেফতার ওই পিতাপুত্রের পিতা হলেন জোকারপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৫৯), পুত্র দৌলত শেখ (৩১)।

এসব তথ্য নিশ্চিত করে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা আজ রাতে এক ইমেইলে জানান, উদ্ধারকৃত টাপেন্টার আনুমানিক মূল্য এগার হাজার সাতশ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে ওই পিতাপুত্র। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ০৭, ২০২০)