টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া জুঁইযুঁথি ফিলিং স্টেশনের পাশে ডোবা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে হেলমেট পড়া একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ডোবায় তল্লাশী চালিয়ে একটি মোটর সাইকেল ও দুই যুবকের লাশ উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুদ রানা(৩০) ও রংপুর সদর উপজেলার টানবাড়ী এলাকার মকবুল হোসেনের ছেলে মামুন(২৮)। নিহত মাসুদ রানা গাজিপুরের কাশিমপুরস্থ গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনে চাকুরি করতেন এবং মামুন ঢাকা জেলার আশুলিয়া উপজেলার চক্রবর্তী এলাকায় পানের পাইকারি দোকানদার ছিলেন।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে মহাসড়কের পাশে ডোবা থেকে প্রথমে এক যুবকের লাশ ও একটি মোটরসাইকেল(ঢাকা-মেট্রো-ল-২৭-৫৫৩৮) উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশী চালিয়ে অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি কাপড়ের ব্যাগ, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের গলায় কাটা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, পড়ে থাকা বিদ্যুতের তার চলন্ত মোটরসাইকেল আরোহীদের গলায় লেগে ওই দাগের সৃষ্টি হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(আরকেপি/এসপি/আগস্ট ০৮, ২০২০)