স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলা পরিষদের রেষ্ট হাউজে দুই নারীসহ পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হান নেতা (পার্বতীপুর) এ পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার এবং তাদের অপর দুই সংগীকে আটকের আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টায় দিনাজপুর জেলা পরিষদ এর রেষ্ট হাউজে অভিযান চালায়। এ সময় আপত্তিকর অবস্থায় রিশিতা আক্তার ঈতিসা ওরফে বিতিসা (২৮) ও ঝর্না রানী সাথী ওরফে বন্যা (২০) এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিকুর রায়হান নেতা (৪৮), পরিষদের সদস্য মোস্তাফিজ রহমান ফিজার (৪৬), তাদের সংগী জাহিদুল সরকার (৩৬) ও মহির উদ্দিন কাসেম (৩৪)কে আটক করে পুলিশ। তাদের দলীয় পরিচিতি থাকায় আটক করে থাকায় নিয়ে আসার পর তাদের ছাড়াতে দৌড়-ঝাপ শুরু হয় কতিপয় ক্ষমতাসীন দলের নেতাদের। মিডিয়ায় এ খবর প্রকাশ না করার জন্য কতিপয় সাংবাদিককে মোটা অংকের টাকা প্রদান করে। এমন কি টাকার বিনিময়ে আটকের সময় তোলা ছবিও ডিলিট করতে সক্ষম হয় তারা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানিয়েছেন, আপত্তিকর অবস্থায় আটক দুই নারীর বাড়ি চিরিরবন্দরে হলেও তারা এখন সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় বসবাস করেন।
আটককৃত ৬ জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানান,যেহেতু তারা আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে,মামলা হয়েছে। সেহেতু, এ বিষয়ে আমার বলার কিছু নেই। দোষি প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/আগস্ট ০৯, ২০২০)