স্টাফ রিপোর্টার : সকাল থেকেই ঢাকায় মেঘ আর রোদের লুকোচুরি কেলা চলছে। কখনো রৌদ্রোজ্জ্বল আকাশ তো কখনও মেঘে ঢাকা। আকাশ মেঘ থাকলেও বৃষ্টির আবহ নেই। তবে বর্ষাকাল হওয়ায় বলা যায় না, কখন অঝোরে বৃষ্টি শুরু হয়। অবশ্য আবহাওয়া অধিদফতর বলছে, আজ দিনের প্রথমভাগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

তাতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে কোনো সর্তকতা নেই।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০২০)