আন্তর্জাতিক ডেস্ক: গত চার দিন ধরে তাঁকে নিয়ে উদ্বেগে গোটা দেশ। তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শুক্রবার টুইট করে সে কথা জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। 

প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে গত কয়েক দিন ধরেই দুশ্চিন্তায় রয়েছে দেশবাসী। কিন্তু এ দিন সকলকে আশ্বস্ত করেন অভিজিৎ মুখোপাধ্যায়। দুপুরে টুইটারে তিনি লেখেন, ‘‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন, ‘দেশকে আমি যতটা দিয়েছে, দেশবাসীর কাছ থেকে তার চেয়ে অনেক পেশি পেয়েছি।’ ওঁর জন্য প্রার্থনা করুন।’’

প্রণববাবুর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, ‘‘চিকিৎসার পরিভাষায় না গিয়ে, গত দু’দিনে আমি যতটুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’’

শর্মিষ্ঠা আরও লেখেন, ‘‘সকলের সম্মিলিত প্রার্থনা শক্তির উপর আস্থা রয়েছে আমার। এই কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে অনুরোধ, প্রার্থনা করে যান। ’’

(ওএস/পিএস/১৪ আগস্ট, ২০২০)