বরগুনা প্রতিনিধি : সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে শিল্পকালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিণ অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগ ও অংগসংগঠন দুপুরে কাঙ্গালী ভোজ বিতরণ করেন।

এছাড়া বামনা, বেতাগী, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলায় যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হয়।

(এমএইচ/এটিঅার/আগস্ট ১৫, ২০১৪)