মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণ পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আজিজুর রহমানের নিজের জন্য কোন চাওয়া-পাওয়া ছিলনা। সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। এরকম আদর্শ পুরুষ আমাদের আওয়ামীলীগের মধ্যে খুবই কম। উনার অবর্তমানে বড়ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাবার পথে মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করতে আসেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন্তব্য করেন। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরন করতে দলীয় নেতাকর্মিদের প্রতিও আহবান জানান তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মরহুম আজিজুর রহমানের ছোট ভাই সাবেক মুক্তিযুদ্ধা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভা মেয়র ফজলুর রহমানসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা ।

উল্লেখ্য, মরহুম আজিজুর রহমান গত মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত আড়াইটার দিকে করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২০)