শালিখা (মাগুরা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও মহান ভাব গাম্ভীর্যের সাথে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস শালিখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পালিত হয়েছে। 

দিনটি পালন উপলক্ষ্যে সকালে সরকারী-বেসরকারী ভবন,সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলাসদর আড়পাড়া বাজারসহ সমস্ত বাজারের দোকান গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক র‌্যালী, রচনা- চিত্রাংকন প্রতিযোগিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের সমস্ত শহীদদের আত্মার শান্তি কামনায় উপজেলার মসজিদ গুলিতে মিলাদ মাহফিল, বিভিন্ন মন্দির গুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন ও বঙ্গবন্ধুর জীবনীর আলোকপাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: শ্রী শ্যামল কুমার দে, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, ওসি বিপ্লব কুমার নাথ প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের সভাপতি রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

(ডিএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)