সুসঙ্গ দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে প্রত্যূষে পতাকা উত্তোলন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক, কর্মচারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর উপজেলা কমান্ড কাউন্সিল , বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মী,প্রশাসনের কর্মকর্তা,কর্মচারীদের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পন শেষে দোয়া এবং একটি বিশাল শোকর‌্যালী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে প্রশাসন চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(অঃদাঃ) ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,মেয়র শ.ম জয়নাল আবেদীন,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু,আওয়ামী নেতা আলী আজগর,প.প কর্মকর্তা মাহাদী হাসান সহ অন্যান্যরা।এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে পুরস্কার হিসাবে মুক্তিযুদ্ধা বিষয়ক বই প্রদান করা হয়।

(এনএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)