কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকালে শোক পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

পরে সেখান থেকে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শেষে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এছাড়াও পৃথক পৃথকভাবে কুষ্টিয়া পৌরসভা, জেলা বঙ্গবন্ধু পরিষদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনটি পালন করছেন।

অপরদিকে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এক বিশাল শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাবেক সভাপতি সৈয়দ নিজাম উদ্দির লাইট, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, শারমিন আক্তার নাসরিন, পৌর মেয়র এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, ওসি কাজী জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, তৌহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন পিস্তুল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ প্রমুখ। এছাড়াও রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


(কেকে/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)