হাসানুজ্জামান, সাতক্ষীরা : শনিবার রাত ১২টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মৃতের নাম শুকজান বিবি (৬৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আব্দুল কমির সরদারের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস কুমার মন্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনার পাইকগাছা উপজেলার রামিনগর গ্রামের শুকজান বিবিকে গত ১৮ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তার নমুনা সংগ্রহ রে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রাত ১২টায় তিনি মারা যান। তিনি মারা যান। শনিবার পর্যন্ত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, মৃত ব্যক্তির স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। তার বাড়ি লকডাউনের জন্য প্রশাসনের বলা হয়েছে।

এ নিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৭৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।

(আরকে/এসপি/আগস্ট ২৩, ২০২০)