মাগুরা প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর ৮৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মধ্যে ৪৩ লাখ টাকার ঋনের চেক বিতরণ করেছে।

শুক্রবার শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে প্রমুখ ।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে গবাদী পশু পালন, হাঁস মুরগী, মৎস্য চাষ, পোষাক, কম্পিউটার, নার্সারীসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে বেকার যুবক যুবতীদের এ ঋনের চেক দেয়া হয়। অনুষ্ঠানে সর্ব নিম্ন ২৫ হাজার ও সর্বাচ্চ ৭০ হাজার টাকা হারে ৮৭ জন যুবক-যুবতীকে মোট ৪৩ লাখ টাকার ঋনের চেক বিতরণ করা হয়। এ ছাড়া শালিখা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১২ জনকে ৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভা পতিত্বে এ চেক বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মোঃ সাদ্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে, উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু , ওসি বিপ্লব কুমার নাথ ও যুব লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

(ডিএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)