সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা(দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আমিনুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে তাকে কালীগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমিনুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভদ্রখালি গ্রামের আব্দুস সোবহান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে কালীগঞ্জ -শ্যামনগর সড়কের পাওখালি মোড়ে আমিনুর রহমানের (২৫) মোটর সাইকেলের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে সে দুর্ঘটনায় আহত হয়। তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ফুলতলা মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পানিয়া গ্রামের দুলাল সিং এর পিরোজপুরের মাঠ দখল করার অভিযোগ রয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়ত নেতা দেলোয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষনা পরবর্তী জেলা জুড়ে সহিংসতায় অনন্য অবদান রাখার জন্য ওই জমিতে দলীয় টাকায় তার বাড়ি করে দেওয়া হয়।

এ ছাড়া এলাকায় অগ্নিসংযোগ, বাস ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে।


কালীগঞ্জ থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, কালীগঞ্জ উপজেলার হাজামপাড়ায় পুলিশের উপর হামলাসহ সহিংসতার অভিযোগে উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ শাখার সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে কালীগঞ্জ থানায়। তাকে শুক্রবার দুপুর সোয়া একটার দিকে উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকা থেকে উপপরিদর্শক শহীদুল্লাহ ও উপপরিদর্শক সেকেন্দার আলী গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় আটটি সহিংসতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(আরেক/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)