মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের স্থানীয় ডিস চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর তথ্যচিত্র প্রচারের অভিযোগে শুক্রবার দুপুর একটার দিকে এক যুবকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুরের ইজমা চ্যানেল নামে স্থানীয় একটি ডিস চ্যানেল শুক্রবার সকাল থেকে ‘মুখোশের আড়ালে বঙ্গবন্ধু’ শিরোনানে একটি তথ্যচিত্র প্রচার করছিলো। এরপরেই মাদারীপুরের বিভিন্ন স্থরের রাজনৈতিক ব্যক্তিরা তথ্যচিত্রটিকে আপত্তিকর দাবি করে থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে দুপুর একটার দিকে মাদারীপুর সদর থানা পুলিশ ওমর ফারুক নামে এক যুবককে আটক করে। এছাড়াও ওই ডিস চ্যানেলটি বন্ধ করে দেয়।

ওমর ফারুক মাদারীপুর শহরের পানিছত্র এলাকার আব্দুল করিম খানের ছেলে।

মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার মাসুদ খান জানান, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর তথ্যচিত্র প্রচারের অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তথ্যচিত্রটি সে ইউটিউব থেকে ডাউন লোড করেছে।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, আটকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


(এএসএ/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)