গীতা রাণী ঘোষ

তুমি তেজদীপ্ত সূর্য
আমি আলোক রশ্মি।
নিয়ে তব শৌর্য-বীর্য
আমি ভুবন স্পর্শি।
তোমার দয়ায় শ্যামলা বসুমতি,
জীব পায় খাদ্য।

হে শক্তির মহারথী,
তব গুণে আমি যে আরাধ্য
তুমি বিশাল ধরণী
আমি ধূলি কণা।
তোমার সহিষ্ণুতা জানি
তাই তো পাই প্রেরণা।
আঘাতে ক্ষত- বিক্ষত দেহ
বদলে যায় রূপ।
ক্ষত হয় আমারও দেহ,
তোমার অনুকরণে চুপ।

তুমি অথৈ সমুদ্র জল
আমি জল বিন্দু।
তোমার কৃপায় ছুঁই যে কূল
ওগো দয়াল সিন্ধু।
পেয়ে চন্দ্র- সূর্যের আকর্ষণ
অঙ্গে পরে নীল বসন,
যখন কর রুঢ় গর্জন,
আমিও নাচি প্রলয় নাচন।
তুমি বাঙালি জাতির পিতা
আমি বাঙালি।

তোমার মহানুভবতা, ত্যাগের কথা,
আমি কি করে ভুলি?
তুমি মিশে আছ মোর অস্তিত্বে,
বাঙালিপনায়, অনুভবে, হৃদয়ে।
শির উন্নত তোমার নেতৃত্বে
তাই কৃতজ্ঞতায় অশ্রু ঝরে তোমায় হারিয়ে।