সাতক্ষীরা প্রতিনিধি : মহিলা ভাইস চেয়ারম্যানকে রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান না করতে চাপ সৃষ্টি করা ও গাড়ি ব্যবহার করতে না দেওয়ার অভিযোগে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল বারীর বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। পরে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন (ঝর্না) উপজেলা প্রশাসন আয়োজিত রাস্ট্রীয় কর্মসূচীতে যোগ দেয়ার জন্য শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান আব্দুল বারীর কাছে তার ব্যবহৃত গাড়িটি চান। চেয়ারম্যান তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে মোবাইল ফোনে চেয়ারম্যান তাকে শোক দিবসের অনুষ্ঠানে না যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ কথা ঝর্ণা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তার বক্তৃতায় তুলে ধরলে সকাল ১১টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুজ্জামান আনিছ জানান, উপজেলা প্রশাসন আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচীতে যোগ না দেওয়া ও মহিলা ভাইস চেয়ারম্যানকে যেতে বাধা দেওয়ায় যুবলীগ ও ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে তার বাসভবনে ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল বারী জানান, তিনি কোন অনুষ্ঠানে যোগদান করলে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সে অনুষ্ঠান বর্জন করবেন বলে ঘোষনা দেয়ায় তিনি শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেননি।

(আরকে/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)