বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) করোনা আক্রান্ত হয়ে বুধবার রাতে ঢাকার শেখ রাসেল গ্যাষ্টেরলিভার হাসপাতালে মারা গেছেন। ( ইন্নালিলাহে ---- রাজিইন )। জননেতা ফকির মো. মনসুর আলী ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জননেতা ফকির মো. মনসুর আলী ছাত্রলীগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগকে জেলব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। একাধিকবার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, জননেতা ফকির মো. মনসুর আলী মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসাবে রাস্ট্রিয় মযৃাদায় ওইদিন কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(এসএকে/এসপি/আগস্ট ২৫, ২০২০)