কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় মলমপার্টি, জুয়ারী ও মাদক ব্যবসায়ীসহ ১২জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা তাদেরকে এ সাজা দেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসে এক যাত্রীকে মলম লাগিয়ে ছিনতাইকালে ওই চক্রের এক সদস্যকে আটক করে বাসের অন্যান্য যাত্রীরা। পরে বাসটি চান্দিনা বাস স্টেশনে থামলে থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল্লাহ আল-মামুন তাকে আটক করে।


মলমপার্টির সদস্য আব্দুল হাই (২০), হবিগঞ্জ জেলার মাধবপুর কাশিমপুর গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে। অপরদিকে একই রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক শংকর তালুকদার সুহিলপুর নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী ৪জনকে আটক করে।

তারা হলো- চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে নাছির উদ্দিন (২১), একই গ্রামের আলী আকবর মুন্সির ছেলে রুবেল রানা (২০), মঈন মিয়ার ছেলে মনির হোসেন (২৮), তুতু মিয়ার ছেলে রাসেল (২১)।

সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন অভিযান চালিয়ে বেলাশহর এলাকা থেকে সাত জুয়ারীকে আটক করে।

তারা হলো- ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে রুবেল (১৮), আব্দুল গফুেরর ছেলে মমিন (২০), আবুল কাশেমের ছেলে ফারুক (১৮), আব্দুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (২০), আবুল হাসেমের ছেলে রুহুল আমিন (২৪), সাইফুল (১৮) ও আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (২০)। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত অজ্ঞান পার্টির সদস্যকে ৬ মাস, মাদক বহনকারীদের ৩ মাস ও জুয়ারীদের ১ মাসের কারাদণ্ড শেষে বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

(একেএইচ/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)