আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদারীপুরের ব্যবসায়ী নিতীশ বালা গ্রেফতার। আগৈলঝাড়া থানায় র‌্যাবের মামলা দায়ের।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্তি পুলিশ সুপার মো. তাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের উত্তম মজুমদারের বাড়ির সামনে থেকে ৩শ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামী নিতিশ বালা (৩২)কে গ্রেফতার করে। এসময় নিতিশের কাছ থেকে মাদক বিক্রির ১৬শ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত নিতিশ মাদারীপুরের ডাসার থানার নবগ্রামের নিরাঞ্জন বালার ছেলে ও নবগ্রাম কল্যান সমিতির অন্যতম সদস্য।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিতিশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ডাসার থানা এলাকা, আগৈলঝাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।

এ ঘটনায় বুধবার সকালে র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-১৩ (২৬.৮.২০)। নিতিশের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।

অপরদিকে উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামে চুরি মামলার সন্দেহভাজন আসামী রাকিব ঘরামী (২০)কে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে এসআই মনির। গ্রেফতারকৃত রাকিব ডাসার থানার পশ্চিম বালিগ্রামের খলিল ঘরামীর ছেলে।

(টিবি/এসপি/আগস্ট ২৬, ২০২০)