রংপুর প্রতিনিধি : শুক্রবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জয়বাংলা কোনো দলীয় স্লোগান নয়। এটি একটি স্বত্ত্বা এবং জাতিকে এককাতারে নিয়ে আসার মূলমন্ত্র বলে উল্লেখ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এইচ এম তারিকুল ইসলাম।
এর আগে দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালি শেষে স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচির উদ্বোধন করেন।
(ওএস/এএস/আগস্ট ১৫, ২০১৪)