স্টাফ রির্পোটার : শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর কারওয়ান বাজারে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে হবে বলে।

তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এই দিনটিতে আমরা আমাদের জাতির জনককে হারিয়েছি। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
(ওএস/এএস/আগস্ট ১৫, ২০১৪)