সিলেট প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে সিলেট পুলিশ লাইনের শহীদ পুলিশ সুপার এম শামছুল হক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য একজন খাঁটি দেশপ্রেমিক নেতার প্রয়োজন ছিল। সেই নেতাই ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই নেতৃত্বে আজ আমরা স্বাধীন জাতি। ফলে আজকের দিনটি (১৫ আগস্ট) আত্মপ্রত্যয়ের দিন।

অর্থমন্ত্রী বলেন, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে এদেশের মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। আর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি পতাকা, একটি মানচিত্র তথা স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে এদেশের তরুণরাই সবচেয়ে বড় ভুমিকা রেখেছে।
(ওএস/এএস/আগস্ট ১৫, ২০১৪)