সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জমিজমার বিরোধের জেরধরে প্রতিবেশির হামলায় জাহিদুল ইসলাম মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কিত্তা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল মারা যান। সে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের কাওছার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কিত্তার গ্রামে জমিজমা নিয়ে প্রতিবেশি এলেম মোল্যা ও নুরুদ্দিন মোল্যা গংদের সাথে দির্ঘদিন ধরে জাহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এরই সুত্রধরে শুক্রবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে নকুলহাটি বাজারে নুরুদ্দিন মোল্যার ছেলে শহীদুল ইসলামের সাথে জাহিদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে বাড়িতে এসে শহীদুল ইসলাম লোকজন নিয়ে জাহিদুল ইসলামের উপর হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে এসে ৫জন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত জাহিদুলকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার করেন। শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল ইসলাম মারা যায়। নিহত জাহিদুল ইসলামের ৪বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বাকি আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে গুরুত্বর আহত জাহিদুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। এঘটনার পরেই হামলাকারীরা পলাতক রয়েছে। হামলাকারীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

(এএন/এসপি/আগস্ট ২৯, ২০২০)