কলাপাড়ায় (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন আবাসনের ছাদ থেকে পড়ে মোতালেব সরদার (৬৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন আবাসনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য ৪৯৯ পরিবারের জন্য নির্মানাধীন ধুলাসার আবাসনের ছাদের পিলারে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয় মোতালেব। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবাসনের ছাদে কাজ করলেও কোন ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহন না করায় এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী শ্রমিক জাহিদসহ অন্যরা জানায়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

চিকিৎসকরা জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

নিহত মোতালেব বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আকুব আলী সরদারের ছেলে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

(এমকে/এসপি/আগস্ট ২৯, ২০২০)