সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মুজিব বর্ষ উপলক্ষে কেন্দুয়া উপজেলায় পেমই তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে একশ গাছের চারা রোপন করা হয়েছে পুলিশের উদ্যোগে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো দৃষ্টিনন্দন করা হয়েছে।

পেমই তদন্ত কেন্দ্রে ইনচার্জ খায়রুল বাশার জানান, তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির একশ গাছের চারা রোপন করে মুজিব বর্ষের সঙ্গে একাত্মতা পোষন করা হয়েছে।

তিনি বলেন, আগামী দিনে নির্মল পরিবেশ উপহার দিতেই এসব চারা রোপন করা হয়। চারা রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিএস ট্রেড ক্যাডারের সিনিয়র (অব.) কর্মকর্তা শাহাবুদ্দিন মিল্কি।

তিনি তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে শনিবার বলেন, পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল বাশার মাদক, জুয়া, ইভটিজিং ও বিভিন্ন অপরাধ দমনের ক্ষেত্রে যেমন তৎপর, তেমনি প্রাকৃতিক সুন্দর্য্যকে বাড়িয়ে দিতে তদন্ত কেন্দ্রের পাশে মুজিব বর্ষ উপলক্ষে একশ গাছের চাড়া লাগিয়ে বড়মনের মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। শাহাবুদ্দিন মিল্কি বলেন, এরকম পুলিশের কর্মকর্তাদের মাধ্যমে সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

(এসবি/এসপি/আগস্ট ২৯, ২০২০)