মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলারে ডাকাত দলের হামলায় বর ও কনেসহ ১১ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ১৫ ভরি স্বর্ণালংকার, ৫০টি মোবাইল ফোন সেট ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়।

এদিকে, ডাকাতদের হামলায় আহত বর মো: রুবেলকে নারায়ণগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অপর আহত কনে তানিয়াসহ বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বিয়ে বাড়িতে ফিরে গেছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি-তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, ডাকাতির ঘটনাটি ঘটেছে গজারিয়া থানার সীমানার বাইরে কলাগাছিয়া এলাকার মেঘনা নদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ বন্দরের ইউসুফ মিয়ার ছেলে মো: রুবেলের সঙ্গে চাঁদপুরের ষাটনল এলাকার মেয়ে তানিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত সোয়া ৮ টার দিকে বরযাত্রা ট্রলারযোগে বরের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ট্রলারযোগে বরযাত্রার ট্রলারে হানা দেয়।

(ওএস/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)