মাদারীপুর প্রতিনিধি : কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে ডুবোচরে আটকে গেছে ‘কুমিল্লা’ নামে একটি ফেরি। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও পরিবহন নিয়ে আটকে যায়। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, বিকেল ৪টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছোট-বড় ৫০টি পরিবহন ও যাত্রী নিয়ে রওনা দেয় ফেরি কুমিল্লা। সাড়ে ৪টার দিকে কাঁঠালবাড়ী চ্যানেলে ঢুকতে গেলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডুবোচরে আটকে যায় ফেরিটি। আটকে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মেরিন কর্মকর্তা আহমদ আলী বাংলানিউজকে জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাতেও একটি ফেরি ডুবোচরে আটকে ছিল। যা শনিবার দুপুরে উদ্ধার হয়েছে। বিকেলে থেকে ডুবোচরে আটকে আছে ফেরি কুমিল্লা। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

(ওএস/পি/আগস্ট ২৯, ২০২০ইং)