বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে জেলা বিএনপি’র দলীয় অফিসে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, সৈয়দ নাসির আহমেদ মালেক, ওয়ালিউর রহমান পল্টু, ডা. আব্দুর রহমান সিদ্দিকী, আব্দুল হালিম পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক
সুজাইদ্দিন মোল্লা সুজন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খারেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২০)