জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের বাবর আলী (৬০) নামে এক কৃষক কৃষিকাজ করতে বাইরে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একইদিন উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে আরও চার ব্যক্তি আহত হয়েছেন।

নিহত কৃষক ছাতারিয়া গ্রামের মৃত জালাল সোনারুর ছেলে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি হচ্ছিল। এরইমধ্যে কৃষক বাবর আলী কৃষিকাজ করতে বাইরে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে, গৃহস্থালি ও কৃষিকাজ করতে গিয়ে পৃথক বজ্রপাতে নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন— সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জহুরুল ইসলাম জহু (৩৫), একই গ্রামের দুলাল সোনারুর স্ত্রী মরিয়ম বেগম (৬০), একই ইউনিয়নের চর রৌহা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে লিয়াকত হোসেন (৬০) ও ডোয়াইল ইউনিয়নের ডিক্রিবন্দ গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসি বেগম (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২০)