কুষ্টিয়া প্রতিনিধি : সীমান্তে বিএসএফ এর ধাওয়া খেয়ে মাথাভাংগা নদীতে ডুবে শামীম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ সীমান্তে এ ঘটনা ঘটেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার চরাঞ্চলের ৬ জন বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালায় দিন মজুরি দিয়ে বাড়ি ফিরছিল।

ভারতের নদীয়া জেলার মরুটিয়া থানার শিকারপুরের কাছে ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নিউ শিকারপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। বিএসএফ এর ধাওয়ায় বাংলাদেশীরা মাথাভাংগা নদীতে ঝাঁপ দেয়।

এতে ৫জন সাঁতরিয়ে বাংলাদেশের ধর্মদহ সীমান্তে উঠলেও সাঁতার না জানার কারণে শামীম নামে ওই যুবক পানিতে তলিয়ে যায়।

পরে সাঁতরিয়ে বাংলাদেশ ভু-খন্ডের ডাঙ্গায় উঠা ৫ বাংলাদেশী মাথাভাংগা নদীর পাড়ে খোঁজ করে না পেয়ে শামীমের বাড়িতে খবর দেয়।

তবে বিএসএফ এর ধাওয়া খেয়ে বাংলাদেশী যুবক মাথাভাংগা নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি ধর্মদহ ক্যাম্পের বিজিবি অবগত নয় বলে জানিয়েছেন।

(কেকে/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)