মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয়তলার সার্জারী ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্পের জন্য রক্ষা পায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয়তলার সার্জারী
ওয়ার্ডে এঘটনা ঘটে।

এ সময় ওয়ার্ডে থাকা রোগীরা ভয়ে আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। মুহুর্তে ফাঁকা হয়ে সার্জারী ওয়ার্ডের পুরো ইউনিট। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০- ১৫ মিনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রেণে নিয়ে আসেন।

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহমেদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রথমে ধারনা করেছিলাম হয়তো বিদ্যুৎের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, পরে দেখা যায় সার্জারী ওয়ার্ডের বাতরুমে কেবা কারা সিগারেট খেয়ে সিগারেটের আগুন ফেলে যাওয়ার কারনে সেখান থেকে আগুন লেগে বাতরুমের দরজায় ধরে যায়।

তিনি বলেন, আগুন লাগার কারনে ধোয়ায় বাতরুমসহ পুরো সার্জারী ওয়ার্ড ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সাভিসের চেষ্টায় কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

মৌলভীবাজার ফায়ার সাভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি, তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে আগুনে বাতরুমের দরজার কিছু ক্ষতি হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে দ্রুত যাই।

(একে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২০)