কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলীয় জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ২০ দলীয় জোট কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুগ্ম-আহ্বায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক ফরহাদ হ্সুাইন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবিব লিংকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলরা প্যালেস্টাইনের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন। এ হামলায় বিরুদ্ধে মুসলিম সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

(কেকে/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)