স্টাফ রিপোর্টার : বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত করে ফেলেছে সরকার। এ আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে উঠছে শিগগিরই। সামনের অধিবেশনেই বিলটি সংসদে পাস হওয়ার সম্ভাবনা আছে।

১৯৭২ এর মুল সংবিধানের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয়া হয়। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে অনেক রদবদল আনা হলেও ৯৬ অনুচ্ছেদের এই ধারাটি তখন ফিরিয়ে আনা হয়নি।

তবে, সম্প্রতি বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। সে সুপারিশের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের এই উদ্যোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চদশ সংশোধনীর সময়ই এটা করা উচিৎ ছিল।

বিচারপতিদের অভিশংসন বিষয়ে বর্তমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ আছে ৮টি। প্রস্তাবিত চূড়ান্ত খসড়ায় রাখা হয়েছে ৪টি।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)