কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৪৩তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার আমলা সরকারী ডিগ্রি কলেজের পুকুরে এ ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার খেলা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় বালক বড় গ্রুপে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও বালক মধ্যম গ্রুপে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাঁতারুরা অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয়েছে।
বালক বড় গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুরুজ ইসলাম প্রথম, মামুনুর রশিদ দ্বিতীয়, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের রাজিব আহম্মেদ তৃতীয় হয়েছে।
বালক বড় গ্রুপে ১০০ মিটার বুক সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার আল-আমীন প্রথম, জাহিদ হাসান দ্বিতীয়, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ আলী তৃতীয় হয়েছে।
বালক বড় গ্রুপে ১০০ মিটার চিৎ সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার আল-আমীন প্রথম, সুরুজ ইসলাম দ্বিতীয়, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনিক আহম্মেদ তৃতীয় হয়েছে।
বালক বড় গ্রুপে ১০০ মিটার প্রজাপতি সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের রাজিব আহম্মেদ প্রথম, সবুজ আলী দ্বিতীয়, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুমন আহম্মেদ তৃতীয় হয়েছে।
বালক বড় গ্রুপে ২০০ মিটার মুক্ত সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুরুজ ইসলাম প্রথম, আল আমিন দ্বিতীয়, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের রাজিব আহম্মেদ তৃতীয় হয়েছে।
বালক বড় গ্রুপে ১০০ মিটার যুক্ত সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রথম হয়েছে।
বালক মধ্যম গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শাফিউর রহমান প্রথম, সোহান আলী দ্বিতীয়, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার আশিক আহম্মেদ তৃতীয় হয়েছে।
বালক মধ্যম গ্রুপে ৫০ মিটার চিৎ সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শাফিউর রহমান প্রথম, সোহান আলী দ্বিতীয়, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার জসিম উদ্দিন তৃতীয় হয়েছে।
বালক মধ্যম গ্রুপে ৫০ মিটার বুক সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আল আমিন প্রথম, রাকেশ দ্বিতীয়, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার জসিম উদ্দিন তৃতীয় হয়েছে।
বালক মধ্যম গ্রুপে ৫০ মিটার প্রজাপতি সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শাফিউর রহমান প্রথম, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার আশিক আহম্মেদ দ্বিতীয়, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আল আমিন তৃতীয় হয়েছে।
বালক মধ্যম গ্রুপে ৫০ মিটার যুক্ত সাঁতারে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম হয়েছে।
এ ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাগরখালী সুইমিং ক্লাবের সাঁতার কোচ মর্জিনা খাতুন, লালন শাহ্ সুইমিং ক্লাবের সাঁতার কোচ আনোয়ার হোসেন বুড়ো, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, রেজাউল হক, সদরপুর সিদ্দিকীয় দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
(কেকে/এএস/আগস্ট ১৬, ২০১৪)