বরগুনা প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে বরগুনার বামনায় শনিবার অভিভাবক  ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। বামনা সারওয়ারজান  মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।  এতে শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট অভিবাবক গন অংশ গ্রহণ করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.হারুন-অর রশীদের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট হারুন-অর রশীদ।
এতে বক্তব্য দেন, বামনা উপজেলা মূক্তিযোদ্ধা কমান্ডার মো.জয়নাল আবেদীন খান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.কাদের ফরাজী, শিক্ষক হালীম আল মাহমুদ,জহিরুল ইসলাম,মাছুম বিল্লাহ, কৃষ্ণ কান্ত কর্মকার অভিবাবক মিজানুর রহমান জলিল, আ. রহিম নাজির প্রমুখ।
সমাবেশে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়া রোধে নানা দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
(এমএইচ/এএস/আগস্ট ১৬, ২০১৪)