শাহ্জাহান সিরাজ

নীল আকাশে ভাসছে দেখো
সাদা মেঘের ভেলা
মাঠে ঘাটে ঐ দেখা যায়
রৌদ্র ছায়ার খেলা।

নদীর তীরে মৃদু হাওয়ায়
কাশফুলেরা দোলে
শাপলা ফোটে তারার মতো
ডোবা বিলের জলে।

গাছে গাছে শিউলি ফুলে
বাগান গেছে ভরে
পাকা তালের মিষ্টি ঘ্রাণে
মন থাকে না ঘরে।

আজ শরতের মধুর ছোঁয়ায়
বড্ড ভালো লাগে
শরৎ নিয়ে লিখতে ছড়া
ছন্দ মনে জাগে।