স্বপ্নীল

দিবস রজনী কাটাই আমি
তোমারে হৃদয়ে ধরে,
আছো তুমি সর্বক্ষণ
আমার অন্তর জুড়ে।

তুমি আমার জীবন চলার
প্রথম প্রদীপ শিখা,
তোমার প্রেমে ধন্য হয়ে
পেয়েছি সুখের দেখা।

প্রাণের চেয়েও প্রিয় তুমি
ভুলতে নাহি পারি,
তোমার স্মৃতি আঁকড়ে ধরে
নতুন স্বপ্ন গড়ি।

সুখেও তুমি দুঃখেও তুমি
সকল ভালোবাসা,
তোমায় নিয়ে এই ভুবনে
বাঁধবো সুখের বাসা।

একতাবদ্ধ

মহামারী মোদের শিক্ষা দিল
এক হতে ভাইরে,
যুদ্ধবিগ্রহ অশান্তির
কোন প্রয়োজন নাইরে।

থাকবো সবাই একতাবদ্ধ
করব না আর হানাহানি,
সুখ দুঃখের বার্তা নিয়ে
হবে শুধু জানাজানি।

বিপদে আপদে থাকব পাশে
সবাই মোরা ভাইবোন,
পরস্পরের সহযোগিতায়
উঠবে ভরে সবার মন।

দুর্দিনে দাঁড়াব পাশে
বাড়াতে সাহায্যের হাত,
উপকারে শান্তি পাব
যাবে না মান ইজ্জত।

জাতের বিচার না করে
সবার পাশে যাব,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
পরমানন্দে দিন কাটাব।

ভেবে দেখ এই পৃথিবী
নয়তো কারো একার,
করোনা আজ বুঝিয়ে দিল
একটু ভাবে দেখার।