মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত কর্তৃক হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস, হানিফ ও এনা পরিবহনসহ তিন দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়েছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনে ফিটনেস না থাকা, সিএনজি অটো রিকসা, মোটর সাইকেল আরোহীদের মুখে মাস্ক না পড়াসহ নানা অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক পৃথক ২১টি মামলায় প্রায় সাড়ে দশহাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ ছাড়াও উপস্থিত ছিলেন বেগম সানজিদা রহমান, বেগম মৌসুমী আক্তার, মো: তানভীর হোসেন, বেগম হুমায়রা সুলতানা ও অর্ণব মালাকার ৷

(একে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২০)