মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সিএনজি চালিত অটো রিক্সায় গ্রীল স্থাপনের নির্দেশনা,অনটেস্ট সিএনজি চালিত অটো রিক্সা চলাচলে স্টিকার ব্যবসা ও রং পার্কিংয়ের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা অটোটেম্পু অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা অটোটেম্পু অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সহস্রাধিক সিএনজি চালক এসময় গাড়ি চালানো বন্ধ রেখে মানববন্ধন চলাকালিন সময়ে রাস্তার পাশে সিএনজি অটোরিক্সা রেখে এই মানববন্ধনে অংশ নেয়। শ্রমিক সংগঠনের মানবন্ধন চলাকালে এসময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।

এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা অটোটেম্পু অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা পাবেল আহমেদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম সহ অন্যন্যরা।

মানবন্ধনে বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে স্টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক নেতারা। মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২০)