রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচার হাতে ভাতিজা হত্যা মামলায় অর্থদণ্ডসহ এক আসামির ফাঁসি ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে পলাতক সব আসামির বিরুদ্ধে দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন জামালপুর সদর উপজেলার কুমারগাতী এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে আনছার আলী প্রামাণিক (৪০)। তার বিরুদ্ধে ৩০২ ধারার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদ-সহ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন ওই এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে কলম প্রামাণিক (৪৫), কলম প্রামাণিকের ছেলে শাহীন (২৩) ও সাইদুল (১৯), কলম প্রামাণিকের স্ত্রী শাইবানু (৪০) ও আনছার আলী প্রামাণিকের স্ত্রী শাবজান (৩৩)।

মামলার বিবরণে প্রকাশ, পৈত্রিক সম্পত্তি নিয়ে কুমারগাতী এলাকার মৃত তোরাপ প্রামাণিকের ছেলে মো. আ. রইচের সাথে তার ভাইদের সাথে বিরোধ চলছিল। বিরোধ নিয়ে ২০০৭ সালের ১৬ জুন শনিবার সকাল ৯টার দিকে চাচা আনছার আলী প্রামাণিক আ. রইচের ছেলে ভাতিজা মমিনের সাথে ঝগড়া বাধায়। ঝগড়ার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রইচের বাড়িতে হামলা চালায় আসামিরা। আনছার আলী তার হাতে থাকা কুড়াল দিয়ে মমিনের মাথায় কোপ দেন। অন্য আসামিরা লাঠি দিয়ে মমিনের মাথাসহ সারা শরীরে আঘাত করে তাকে ধরাশায়ী করেন। গুরুতর আহত মমিন (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৭ সালের ১৮ জুন সকাল সাড়ে ৫টায় মারা যান।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২০)