পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রামনাবাদ নদীতে লঞ্চ এমভি শাথিল-১ ডুবিতে নারী, শিশুসহ নিহত ১৬ পরিবারের সদস্যদের ১ লাখ ২৫ হাজার টাকা করে সাহায্য প্রদান করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

অপরদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক এস এম বদরুল আলমকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে রামনাবাদ নদীতে এমভি শাথিল-১ ডুবিতে নিহত প্রত্যেক পরিবারকে শনিবার আর্থিক সাহায্যের চেক প্রদান করেন শাজাহান খান।

মন্ত্রী এ সময় বলেন, নৌ-দুর্ঘটনা রোধে সরকার কঠোর অবস্থানে যাবে। ফলে গত বছরের তুলনায় চলতি বছর নৌরুটের দুর্ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে। পটুয়াখালীতে পর পর দুটি নৌ-দুর্ঘটনায় পটুয়াখালী নৌবন্দরে দায়িত্বে থাকা কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণ তদন্ত কমিটির কাছে পরিলক্ষিত হয়েছে। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।

এ সময় নৌমন্ত্রী শাথিল দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করেন। এর আগে তাৎক্ষণিকভাবে ওই পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছিল।

চেক প্রদানকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটির চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্যরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে গলাচিপা থেকে পটুয়াখালীতে আসার পথে এমভি শাথিল-১ লঞ্চটি তৃতীয়বারের মতো দুর্ঘটনার শিকার হয়। এতে ওই লঞ্চে থাকা নারায়ণগঞ্জ ও গলাচিপার বিভিন্ন এলাকার নারী, শিশুসহ মোট ১৭ জনের যাত্রীর প্রাণহানি ঘটে।


(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)