ফিরোজ খান

ভয়াবহ করোনার করুণ আগমনে
ভুগছে মানুষ আজ শুধু অকারণে,
কষ্টে কাটছে দিন জীবন যাপনে
চলছে জীবন মৃত্যুর প্রহর গুণে।
-
ঘরে বসে শুধু ভুগছে হতাশায়
অর্থনৈতিক সংকট যাচ্ছে বেড়ে
কর্মস্থলে কর্মীদের ছাঁটাই চলছে,
জীবন নিচ্ছে শুধু করোনা কেড়ে।
-
শতশত মানুষ হয়েছে বেকার
খাদ্য সংকট দেশে বেড়ে চলছে,
চিন্তায় পড়েছে অসহায় মানুষ
মানুষ মানুষকে ঠেলে দূরে ফেলছে।
-
কাজের জন্য ছুটছে বেকার মানুষ
শিক্ষার ডিগ্ৰী কাজের যোগ‍্যতা নিয়ে,
অসহায় গরীব ক্ষুধা নিবারণের জন্য
খাবার পায়না সঠিকভাবে শ্রম দিয়ে।
-
দূর হয়না কেনো দেশ থেকে করোনা?
কর্ম কেড়ে নিয়েছে নিষ্ঠুর ভাইরাস,
নিঃস্ব হয়ে পড়েছে কোটি কোটি মানুষ
ভয়াবহ করোনা করছে জীবন শেষ।
-
ফিরে পেতে চাই করোনাহীন জীবন
সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই সবাই,
জীবন বাঁচাতে ফিরে পেতে চাই কাজ
এই আসাতেই সুখের প্রদ্বীপ জালাই।
-
মহান আল্লাহর কাছে সকলের চাওয়া
মহামারী করোনার হাত থেকে বাঁচাও,
আমরা সবাই তোমার প্রিয় বান্দা
অসহায় আমরা কেনো তুমি কাঁদাও?