শাহ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় অবশেষে প্রত্যাহার করা হয়েছে, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলামকে। তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপি এম এবং পিপিএম ( বার)। 

আজ শুক্রবার সকলে তাকে প্রত্যাহার করা হয় বলে তিনি জানান।

প্রসংগতঃ ২ সেপ্টেম্বর দিবাগত রার সাড়ে ৩টায় সরকারি বাসভবনে ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউএনও ওয়াহিদা এবং তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখ গুরুতর আহত হয়। এ ঘটনায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ উদ্দিন বাদি হয়ে মামলা করেছেন। মামলায় ৩ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা-ডিবির ওসি ইমাম আবু জাফর। এছাড়াও এ মামলায় জড়িত থাকা সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতোমধ্যে কুড়ি জনকে আটক করেছে। তারমধ্যে ছেড়ে দিয়েছে অনেককে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২০)