রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে ক্যাডেট কলেজ কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর পৌনে তিনটা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

দীর্ঘ যানজটের কারণে ১০ মিনিটের রাস্ত পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এতে করে সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে এ যানজট নিরসন করা সম্ভব হবে বলে তিনি জানান।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২০)