স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে এক ভ্যানচালক ও পাহারাদার খুন হয়েছেন। শনিবার সকালে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ইউনিয়নের ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা (৬০) নামের ওই বৃদ্ধ’র লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুরারঘাট বাজারের পাশেই ভোলার বাড়ি। দিনের বেলা তিনি ওই এলাকায় রিকশা ভ্যান চালালেও রাতে তিনি বাজারের ফরহাদ হোসেন নামের এক ব্যবসায়ীর গোডাউনে নৈশ প্রহরি হিসেবে কাজ করতেন। অন্যান্য দিনের মত শুক্রবার রাতেও তিনি ওই গোডাউনে প্রহরির দায়িত্ব পালন করতে যান। দায়িত্ব পালনকালে রাতে কোন এক সময় কতিপয় দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। শনিবার সকালে বাজারের লোকজন এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান এবং নগদ টাকা ছিল। সেসব হত্যাকারীরা নিয়ে গেছে। তার ধারণা, হয়তো ডাকাতি কাজে বাঁধা দেয়ায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে ডাকাতরা।

রংপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলামও ঘটনাস্থল পরির্দশন করে জানান, ডাকাতির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখা হবে। বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২০)