স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল এবং যমুনা অয়েলের ফিলিং স্টেশনে পাওয়া যাবে বেক্সিমকোর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)।

এ বিষয়ে পদ্মা অয়েল ও যমুনা অয়েলের সঙ্গে ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের চুক্তি সই হয়েছে বলে রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, পদ্মা অয়েল তাদের নিবন্ধিত ফিলিং স্টেশনে অটো এলপিজি রিফুয়েলিং প্লান্ট স্থাপন করতে পারবে। পদ্মা ওয়েল কোম্পানি প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে।

একইভাবে যমুনা অয়েল তাদের নিবন্ধিত ফিলিং স্টেশনে অটো এলপিজি রিফুয়েলিং প্লান্ট স্থাপন করতে পারবে। যমুনা ওয়েল কোম্পানিও প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২০)