নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ রোগীর মৃত্যু হয়েছে। তবে দেশের ৮ বিভাগের মধ্যে চার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বিভাগগুলো হলো- খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুসারে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৫ ও নারী একজন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৭৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২ ও রংপুরে একজন রয়েছেন।

এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে- ১৪ হাজার ২১৬টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৫, ২০২০ইং)