স্টাফ রিপোর্টার : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ৪ দিন ছুটির দাবি করেছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ।

 

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সভাপতি শ্রী রমেশ চন্দ্র ঘোষ এ দাবি করেন।

শ্রী রমেশ চন্দ্র ঘোষ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো পাঁচদিনব্যাপী দুর্গাপূজা। অথচ এ উৎসবে সরকারি ছুটি মাত্র একদিন। তাই আমরা এ ছুটি বাড়িয়ে ৪ দিন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা মঠ, মন্দির, বাড়ি-ঘরে লুটপাট ও হামলা চালায়। এই হামলা বন্ধে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী মন্দিরের দখল করা জায়গাসহ সারাদেশের বেদখল হওয়া মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। একইসঙ্গে তিনি হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু কল্যাণ ফাউন্ডেশনে রূপান্তরিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলায় হিন্দু সম্প্রদায়ের যেসব মন্দির বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে, রামুর বৌদ্ধ বিহারের মতো সেনাবাহিনীকে দিয়ে তা পুননির্মাণ করতে হবে। পাশাপাশি শ্রীশ্রী শারদীয় দুর্গা উৎসবের মতো জন্মাষ্টমী উৎসবে সরকারি বরাদ্দের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, কেন্দ্রীয় সভাপতি শ্রী গৌরাঙ্গ দে, সহ-সভাতি ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্য, সহ-সভাপতি চিত্ত রঞ্জন দাস প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)